দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ অনুর্দ্ধ-১৭ এর (বালক-বালিকা) প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় দৌলতপুর উপজেলা পরিষদ চেয়াম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা ছিদ্দিকা, দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিক, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, ফিলিপনগর ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল হক কবিরাজ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল, দৌলতপুর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহফুজুল কালাত ও দৌলতপুর কলেজের ক্রীড়া শিক্ষক আবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন। সভায় আগামী ১লা জুন থেকে দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ অনুর্দ্ধ-১৭ এর (বালক-বালিকা) অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়।
You cannot copy content of this page
Leave a Reply