দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এবং সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ ও তাঁর সহধর্মিনির সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মা’র নামাজ শেষে উপজেলা পরিষদ জামে মসজিদে তাঁদের জন্য এ দোয়ার আয়োজন করা হয়। বর্তমানে তাঁরা করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম মাও. আব্দুল জলিল সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এবং সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদ ও তাঁর সহধর্মিনি মনোয়ারা বেগমের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন। একই সাথে তিনি মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি ও দেশবাসীর কল্যান কামনায় দোয়া করেন। উল্লেখ্য, গত ৩০ জুন বর্তমান সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ করোনা পজেটিভ নিশ্চিত হোন এবং ২৩ জুন করোনা পজেটিভ হয়ে সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য ভর্তি হোন। বর্তমানে তাঁরা সকলেই সুস্থ রয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply