দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সরি ইসলাম (৩০) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের চকমাদিয়া গ্রামে নিজ বাড়ির বৈদ্যুতিক মোটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে একই এলাকার মৃত হানিফ মিস্ত্রির ছেলে এবং সে পেশায় ইলেকট্রিশিয়ান ছিল। এলাকাবাসী সূত্রে জানাগেছে, বাড়িতে বিদ্যুৎ না থাকার সময় সরি ইসলাম নিজ বাড়ির বৈদ্যুতিক মোটর খুলে মেরামতের কাজ করছিল। এসময় বিদ্যুৎ চলে আসলে সুইচ অন থাকার করনে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বাড়ির লোকজন তার মৃতদেহ উদ্ধার করে। বিকেলে পুলিশের উপস্থিতিতে সরি ইসলামের দাফন সম্পন্ন হয়।