দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের বিলগাথুয়া গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষ্যে এ কর্মসূচী পালন করা হয়। সাপ্তাহিক দৌলতপুর বার্তার প্রকাশক ও সাবেক পুলিশ সুপার আলহাজ্ব এম জি মোস্তফার উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বিলগাথুয়া কবরস্থানে ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন আলহাজ্ব এম জি মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম জার্মানী, ইউপি সদস্য ঈসমাইল হোসেন, আওয়ামীলীগ নেতা শাহ আজিজ, সোহেল রানা ও বিশিষ্ট ব্যবসায়ী কুতুব উদ্দীন বিশ্বাসসহ স্থানীয় সুধীজন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মাশরিকুল ইসলাম।
You cannot copy content of this page
Leave a Reply