দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বেড়েছে চোরের উপদ্রব। প্রতিরাতেই হচ্ছে চুরি। সংগবদ্ধ চোরেরা গরু, ছাগল, ব্যাটারী চালিত ভ্যান সহ ঘরের আসবাবপত্র চুরি অব্যাহত রেখেছে। তবে এসব চোর চক্রের কোন সদস্যকে পুলিশ গ্রেফতার বা আটক করেছে এমন খবর পাওয়া যায়নি। তাই বেড়েছে চোর ও চুরির ঘটনা। বিভিন্ন এলাকা সূত্রে জানাগেছে, দৌলতপুর থানার পার্শ্ববতী বিলপাড়ায় কয়েকদিন আগে চুরি হয়েছে গরু। উপজেলার পার্শ্ববর্তী পূর্বপাড়ায় চুরি হয়েছে কালু ও তার ছেলের ব্যাটারী চালিত দু’টি ভ্যান। প্রতিবেশী মানিক নামে এক যুবকেরও চুরি হয়েছে ব্যাটারী চালিত ভ্যানটি। একই এলাকার ইয়াকুব আলীর বাড়ি থেকে চুরি হয়েছে তার কারখানায় ব্যবহৃত ব্যাটারী চালিত ভ্যানে ব্যবহৃত একাধিক ব্যাটারী। বুধবার রাতে রুহুল নামে ক্ষুদ্র ব্যবসায়ীর বাড়ী থেকে এলাকার সংগবদ্ধ চোরেররা গরু চুরির সময় বাড়ির লোকজন জানতে পারলে চোরেরা পালিয়ে যায়। এছাড়াও দৌলতখালী, স্বরুপপুর, আমদহসহ দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিরাতেই ঘটছে চুরির ঘটনা। চুরি রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগীরা।
You cannot copy content of this page
Leave a Reply