দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় দৌলতপুর খাদ্য গুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্যক্রমের উদ্বোধন করা হয়। দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন দৌলতপুরে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এসময় দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, দৌলতপুর খাদ্য গুদাম কর্মকর্তা মো. ইকবাল হোসেন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজসহ ধান সরবরাহকারী কৃষকগণ উপস্থিত ছিলেন। দৌলতপুরে চলতি মৌসুমে লটারীর মাধ্যমে নির্বাচিত ২১২ জন কৃষকের কাছ থেকে ২৭টাকা কেজি দরে ৬৩৭ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। এরআগে মঙ্গলবার অনলাইনে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। অনলাইনে আবেদন করা ১ হাজার ৩০৩ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ২১২জন কৃষক নির্বচিত হোন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply