দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। সভায় স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন। বক্তব্য রাখেন, দৌলতপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ, দৌলতপুর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বখতিয়ার রহমান, দৌলতপুর থানার সেকেন্ড অফিসার এসআই তপন ও সাংবাদিক শরীফুল ইসলাম। এসময় দৌলতপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। দৌলতপুর উপজেলার ১৪ ইউনিয়নে ৩৩৭টি কেন্দ্রে একযোগে আগামী ৫ জুন থেকে ভিটামিন ‘এ’ প্লাস টিকা কার্যক্রম শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত। দৌলতপুরে ৫২ হাজার ৬৬৩ জন ৫ বছরের নীচে শিশুদের এ টিকার আওতায় আনা হবে। দৌলতপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ বিষয়ক অবহিতকরণ ও পরিকল্পনা সভার আয়োজন করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
You cannot copy content of this page
Leave a Reply