দৌলতপুর প্রতিনিধি \ কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭জনের ৩ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দৌলতপুর সেন্টার মোড় বাজারে অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় দৌলতপুর সেন্টার মোড় বাজারে অভিযান চালিয়ে দন্ডবিধির ২৬৯ ধারায় ৭টি মামলায় ৭জনকে ৩০০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, ৭টি মামলায় অর্থদন্ড করা হয়েছে। করোনা সংক্রমন রোধে ও জনম্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
You cannot copy content of this page
Leave a Reply