দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে করোনা স্বাস্থ্যবিধি না মানার মামলাসহ পৃথক ৫টি মামলায় ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল শনিক্রবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানামোড়, তারাগুনিয়া বাজার, হোসেনাবাদ বাজার ও মথুরাপুর বাজারে অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মুখে মাস্ক ব্যবহার না করে করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ১টি মামলায় এক হাজার টাকা, অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলায় তিন হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ২টি মামলায় ছয় হাজার টাকাসহ পৃথক ৫টি মামলায় ৫ জনের ১০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, করোনা স্বাস্থ্য বিধি না মানাসহ পৃথক মামলায় ৫ জনের অর্থদন্ড করা হয়েছে। করোনা সংক্রমন রোধে জনসচেতনতা বৃদ্ধির প্রচার অভিযান সহ ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
You cannot copy content of this page
Leave a Reply