1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ জনের দন্ড

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পৃথক মামলায় ৩ জনের ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বড়গাংদিয়া ও দৌলতপুর থানা বাজারে পৃথক অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, লকডাউন চলাকালে সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় ৩টি মামলায় ৩জনের ৩হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, লকডাউন চলাকালে করোনা স্বাস্থ্যবিধি না মানা ও সরকারী আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে পৃথক মামলায় ৩ জনের অর্থদন্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com