বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডের পলাতক আসামি সাফি মালিথা (৪৮) র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে। গত রবিবার রাত ১০টার দিকে ভেড়ামারা উপজেলার মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের ছলিমুদ্দিন মালিথার ছেলে। র্যাব সূত্র জানায়, ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর ঢাকায় যাওয়ার পথে গাজীপুর জেলার কালিয়াকোর এলাকায় ফেনসিডিল সহ মাদক পাচারকারী সাফি মালিথাকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা হলে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন। ৬ মাস জেল খাটার পর জামিনে মুক্তি পেয়ে সে গা ঢাকা দেয়। পরে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল রবিবার রাতে ভেড়ামারা উপজেলার মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাফি মালিথাকে গ্রেফতার করে। গতকাল সোমবার বেলা ১১টায় প্রেসব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply