1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

দৌলতপুরে মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ মে, ২০২১

দৌলতপুর প্রতিনিধি ॥ শেষ মুহুর্তে ঈদের কেনাকাটায় কুষ্টিয়ার দৌলতপুরে শপিং মল ও বিভিন্ন বিপনি বিতানগুলোতে ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। সকাল থেকে রাত পর্যন্ত থাকছে উপচে পড়া ভিড়। মানা হচ্ছেনা করোনা স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা। তবে এসব শপিং মল ও বিভিন্ন বিপনি বিতানগুলোতে প্রশাসনেরও তদারকি লক্ষ্য করা যায়নি। করোনা ভাইরাসে মৃত্যুর ভয়কে তোয়াক্কা না করে বিভিন্ন শপিং মল, পোশাকের দোকান ও বিপনী বিতানগুলো সহ হাটে বাজারে প্রতিদিনই ক্রেতাদের উপচেপড়া ভিড়ে পরিপূর্ণ থাকছে। যেখানে নিজের অথবা পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনা কাটা মূখ্য, সেখানে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। একে অপরের গা ঘেষে কেনা কাটা করছেন তারা। কারো কারো মুখে মাস্ক থাকলেও অনেকের মুখে মাস্কও দেখা যাচ্ছেনা। সামাজিক বা শারীরিক দূরত্বেরতো বালাই নেই। আর এতেকরে প্রশাসনের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হলেও হিম সিম খেতে হচ্ছে বিক্রেতাদেরকে। আর এ চিত্র দৌলতপুর উপজেলার সব বাজার ও বিপনি বিতানগুলোতে। তবে ঈদের কেনা-কাটাতো করতেই হবে, তাই যতটা সম্ভব স্বাস্থ্যবিধি বা শিষ্টাচার মেনে কেনাকাটা করা হচ্ছে। সেক্ষেত্রে সবসময় মাস্ক ব্যবহারসহ করোনা ভাইরাস সংক্রমনরোধে নিয়ন-কানুন মানা অনেকটা দূরহ হয়ে পড়ছে বলে অনেক ক্রেতা অভিমত প্রকাশ করেছেন। ঈদ আনন্দের হলেও করোনার এই ভয়াবহতা নিয়ন্ত্রণ না হলে এবারের ঈদ হতে পারে সবার জন্য কষ্টের ও বেদনার। এমনটাই মনে করেন সচেতন মহল। এদিকে ঈদের আর মাত্র একদিন বাঁকী তাই শেষ মুহুর্তে পরিবারের সদস্যদের জন্য পছন্দের পোশাকটি ক্রয় করতে বিপনি বিতান বা পোশাকের দোকানে ছুটছে মানুষ। তাই প্রতিটি দোকানে ভিড় বেশী বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com