নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুর মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে ১লা মে সোমবার বিকাল ৫টায় দৌলতপুর বাজারে রেমী সুপার মার্কেটের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাতীয় শ্রমিক লীগ দৌলতপুর উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য মোঃ মোফাজ্জল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আসমত আলী মাস্টার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের দৌলতপুর উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাওছার আলী বিশ্বাস, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাদু মোল্লা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের দৌলতপুর উপজেলা শাখার সহ-সভাপতি তোফাজ্জল হোসেন হাবলু, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ঝন্টুর রহমান রিকাত, বিপ্লব হোসেন, সুলতান হোসেন, হাবিবুর রহমান মেম্বার, আসলাম হোসেন প্রমুখ। বক্তারা বলেন ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ঐ দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিকশ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। আন্দোলনে শ্রমিকদের অধিকারের স্বীকৃতি মিললেও আজো শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে হয়। দেশে দেশে শ্রমিকেরা আজো বঞ্চিত, নিগৃহীত। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। ১৯৭২ সালে বঙ্গবন্ধুর উদ্যোগে ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে এবং আইএলওর ছয়টি কোর কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করে। এটি একটি বিরল ঘটনা এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় এক অনন্য স্বীকৃতি। তাই আসুন আমরা এখন থেকে শ্রমিকদের ন্যায্যমজুরি ও তাদের অধিকার আদায়ে একসাথে কাজ করি।
You cannot copy content of this page
Leave a Reply