দৌলতপুর প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও যথাযোগ্য মর্যাদায় ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৮টায় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন ও উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর থানা পুলিশ, উপজেলা শিল্পকলা একাডেমি, দৌলতপুর প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তর ও সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পন শেষে ১ মিটিন নীরবতা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম, হায়দার আলী, দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়ও সকাল ৯টায় দৌলতপুর আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, যুগ্মসাধারণ সম্পাদ ও দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন ও সরদার আতিয়ার রহমান সহ দৌলতপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। একইসময় দৌলতপুর ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান। অপরদিকে সকাল ৯টায় দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের নেতৃত্বে কলেজ চত্বর থেকে শোক র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান কলেজের অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ। এরপর দৌলতপুর কলেজ শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, দৌলতপুর কলেজ টিচার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, বাংলা বিভাগের প্রধান ওহিদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান শহিদুল ইসলাম, ব্যবস্থা বিভাগের প্রধান সাজেদা খাতুন, আইসিটি বিভাগের প্রধান বাবু সৌমিত্র কুমার পাল, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের প্রধান মিথিলা ইয়াসমিন, ভূগোল বিভাগের প্রভাষক সাহাজুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল ইসলাম। আলোচনা সভা পরিচালনা করেন প্রভাষক শরীফুল ইসলাম। শেষে জাতির পিতার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিকেল সাড়ে ৫টায় দৌলতপুর শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় গীতিআলেখ্য ‘মরেও তুমি অমর হয়েছ বঙ্গবন্ধু শেখ মুজিব’।