দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে লকডাউনের অষ্টম দিনে করোনা স্বাস্থ্যবিধি না মানার অপরাধে পৃথক মামলায় ৩জনের ৩হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার দৌলতপুর বাজার, বড়গাংদিয়া, বোয়ালিয়া, আদাবাড়িয়া, ডাংমড়কা, হোসেনাবাদ ও তারাগুনিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, লকডাউন চলাকালে সরকারী আদেশ অমান্য ও করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫(২) ধারায় ৩টি মামলায় ৩জনের ৩হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, লকডাউন চলাকালে করোনা স্বাস্থ্য বিধি না মানার অপরাধে পৃথক মামলায় ৩ জনের অর্থদন্ড করা হয়েছে। লকডাউন চলাকালে করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
এছাড়াও দেশব্যাপী লকডাউনের অষ্টম দিন গতকাল বৃহস্পতিবার দৌলতপুরে প্রশাসনের অভিযান ও তৎপরতা থাকলেও সড়কগুলোতে জনসাধারণের চলাচল ছিল অন্যান্য দিনের চেয়ে বেশী। তবে বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস আদালত। হাট-বাজরে লোক সমাগম ছিল চোখে পড়ার মত।