দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরের সিরাজনগর গ্রামের চিহ্নিত সন্ত্রাসী কালামকে ধরতে পুলিশের গড়িমসি রয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর গ্রামের স্কুল ছাত্রের উপর হামলা মামলার আসামী সন্ত্রাসী কালামের বিরুদ্ধে মাদক ব্যবসা, হত্যা, স্কুল শিক্ষকের উপর হামলাসহ একাধিক মামলার গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তা সত্বেও সন্ত্রাসী কামাল মালিথা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে এলাকাবাসীর অভিযোগ। সন্ত্রাসী কালামের এলাকায় অবাঁধে চলাফেরা করার ফলে এলাকাবাসীর মাঝে নতুন করে আতংক দেখা দিয়েছে। গত ৯ মে সিরাজনগর গ্রামের শামসুল মালিথার ছেলে সন্ত্রাসী কালাম এলাকার মুরগি বিক্রেতা কালুর দোকান থেকে মুরগী নিয়ে টাকা চাইলে কালুকে বেধড়ক মারটি করে কালাম। এসময় স্থানীয় স্কুল ছাত্র শিপন এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে সন্ত্রাসী কালাম। আহত শিপন চিকিৎসা শেষে দৌলতপুর থানায় সন্ত্রাসী কালামের বিরুদ্ধে অভিযোগ দিলে মামলা নিতে অস্বীকৃতি জানায় পুলিশ। পরে আদালতে মামলার আবেদন করলে বিজ্ঞ আদালত দৌলতপুর থানা পুলিশকে মামলা দায়েরের নির্দেশ দেন। পরে দৌলতপুর থানা পুলিশ সন্ত্রাসী কালামের বিরুদ্ধে মামলা নিলেও তাকে গ্রেপ্তার না করায় সে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়চ্ছে ও বহাল তবিয়তে রয়েছে। ফলে উদ্বেগ উৎকন্ঠা বেড়েছে এলাকাবাসীর। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, কালামকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।