দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ছাতারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে। সরকারী সম্পত্তি সংরক্ষণের জন্য দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কাছে আব্দুস সামাদ নামে এক অভিভাবক লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভুয়া ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের পরিকল্পনা অনুযায়ী পরিত্যক্ত ভবনের জায়গা জোরপূর্বক দখল করে সেখানে মার্কেট নির্মাণ করে তা পজিশন আকারে মোটা অংকের অর্থের বিনিময়ে বিক্রয় করে দিয়েছে। আর সে অর্থ লুটপাট করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ছাতারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৮৬৯ দাগের ০.১২ শতাংশ সরকারী অবৈধভাবে জোরপূর্বক জমি দখল নিয়ে ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভুয়া ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ ও সন্ত্রাসী দলের সদস্যরা একত্রিত হয়ে মার্কেট বা ভন নির্মান করছে। ঘটনা তদন্ত করে ছাতারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবি জানান অভিযোগকারী মো. আব্দুস সামাদ।
You cannot copy content of this page
Leave a Reply