দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ৩জন গ্রেফতার হয়েছে এবং উদ্ধার হয়েছে ১২ বোতল ফেনসিডিল। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় দৌলতপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেছে। দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানা পুলিশের অভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার প্রাগপুর ইউনিয়নের প্রাগপুর মাঠপাড়া এলাকায় আবুল কাশেমের ছেলে মাদক ব্যবসায়ী মশিউর রহমান মশু (৩৫) কে ৯ বোতল ফেনসিডিল এবং খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি ফকিরপাড়ার মৃত নুরাল শাহ্র ছেলে মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানার আসামী আব্দুর রশিদ ওরফে মাহবুব রশীদ (৪৫) কে মাদক বিক্রয়ের নগদ ১২ হাজার ৯০০ টাকা ও ৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে। অপরদিকে ৩টি মামলার গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফরাকপুর ভাঙ্গাপাড়া এলাকার জাহাঙ্গীর আলম হালদারের ছেলে আজিমুদ্দিন (৩৯) কে গ্রেফতার করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply