দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয় ও গোপনে সার মজুদের অপরাধে বিসিআইসি’র ডিলার নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড বা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মরিচা ইউনিয়নের ইউনিয়নের মাজদিয়াড় মালিথাপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত এ অভিযান চালায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ডিলার নজরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড বা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার। এসময় দৌলতপুর কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও থানা পুলিশ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সারের ডিলার এবং সাব-ডিলারদের সারের অবৈধভাবে মজুদ ও বেশি দামে বিক্রির বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার।