দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: ‘বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা এ্যাড. চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী ও দৌলতপুর সমাজসেবা কর্মকর্তা মো. আতাউর রহমান। সভায় অতিথিবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর দেখানো পথ অনুস্মরণ করে তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সাল থেকে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে তাদের বক্তব্যে উল্লেখ করেন। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, আমন্ত্রিত সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।