দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দৌলতপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসান, দৌলতপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, দৌলতপুর নির্বাচন কর্মকর্তা মো. গোলাম আজম ও দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের।
Leave a Reply