দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে হিটষ্ট্রোকে ছলু সর্দার (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ২টার দিকে মাঠে কৃষি কাজ করা অবস্থায় প্রচন্ড তাপদাহে ও ভ্যাপসা গরমে অতীষ্ট হয়ে পদ্মা নদীর হাটুপানিতে মুখে পানি দিতে গিয়ে তার মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামের মৃত হারু সর্দারের ছেলে। স্থানীয়রা জানায়, কৃষক ছলু সর্দার মাঠে কৃষি কাজ করা অবস্থায় প্রচন্ড তাপদাহে ও ভ্যাপসা গরমে অতীষ্ট হয়ে পড়ে। এসময় সে পার্শ্ববর্তী পদ্মা নদীর হাটুপানিতে মুখে পানি দিতে গিয়ে ষ্ট্রোক করে পানির মধ্যে লুটিয়ে পড়ে। পরে মাঠের লোকজন তাকে মৃত অবস্থায় পানির মধ্য থেকে উদ্ধার করে।