দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতারি পরোয়ানার ৩ জন আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওইসব আসামিদের গ্রেফতার করে। দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, জিআর মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি বাবুল (৪৮) মন্ডল মরিচা ইউনিয়নের ভুরকাপাড়ায় অবস্থানের গোপন সংবাদ পেয়ে দৌলতপুর থানার ওসি এস এম জাবীদ হাসানের নির্দেশে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে একই এলাকার মৃত পলান মন্ডলের ছেলে। এছাড়াও জিআর মামলার গ্রেফতারি পরোয়ানার আরো ২জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply