দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ১৪০ পিস ইয়াবাসহ রাজু আহম্মেদ (৩৭) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুর ১.১০টায় উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর ভিটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করা হয়। সে একই ইউনিয়নের ঝাউদিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর ভিটাপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় ১৪০ পিস ইয়াবাসহ রাজু আহম্মেদ নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে উদ্ধার করা মাদকের মূল্য ৭০ হাজার টাকা নির্ধারণ করে এবং আটক মাদক ব্যবসায়ী রাজু আহম্মেদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply