দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ইয়াবাসহ সেলিম মন্ডল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার হাসানপুর গ্রামের আছাদুল হকের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। সে রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের ইন্তাদুলের ছেলে। র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার হাসানপুর গ্রামের আছাদুল হকের মুদি দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা মাদক ব্যবসায়ী সেলিম মন্ডলকে আটক করে। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মাদক আইনে দৌলতপুর থানায় মামলা হয়েছে।
You cannot copy content of this page
Leave a Reply