দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৪৯৬ পিচ ইয়াবা সহ ওমর ফারুক (৪০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম খানপাড়া মোড়ে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ী গোয়ালগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। র্যাব সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল গোয়ালগ্রাম খানপাড়া মোড়ে সাইফুল ইসলামের ওয়েলডিং দোকানের সামনের ইটের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ওমর ফারুককে ৪৯৬ পিচ ইয়াবাসহ আটক করে। উদ্ধার করা মাদকের মূল্য প্রায় ২ লাখ ৪৮ হাজার টাকা বলে র্যাব সূত্র নিশ্চিত করেছে। পরে মাদক আইনে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করে র্যাব।