দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৫জন মাদক সেবীর ৩ মাস করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫জন মাদকসেবীকে আটক করে তাদের প্রত্যেককে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, দলবদ্ধভাবে মাদক সেবনের অভিযোগ পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত জয়রামপুর গ্রামে অভিযান চালায়। এসময় সংগবদ্ধ হয়ে মাদক সেবনরত অবস্থায় ৫জন মাদক সেবীকে আটক করে তাদের প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আব্দুল জব্বার। পরে তাদের দৌলতপুর থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।
You cannot copy content of this page
Leave a Reply