1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের স্বর্ণ নিউজিল্যান্ড সিরিজে ছিটকে গেলেন তাসকিন, তৃতীয় ওয়ানডের দলে খালেদ-আফিফ রাশিয়ায় শিশুরাও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস বিজয়ী হবে : রাহুল গান্ধী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান বিনা চিকিৎসায় খালেদার মৃত্যু হলে পিঠের চামড়া থাকবে না : অলি বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগের মির্জা আব্বাসের হুঁশিয়ারি : খালেদা জিয়াকে ৩৬ ঘণ্টার মধ্যে বিদেশে না পাঠালে পরিণতি শুভ হবে না দেশের উন্নয়ন ও অর্জন তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী

দৌলতপুরে ৮০ জন বিএনপি নেতা-কর্মীর নামে মামলা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৮০ জন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০/৮০ জনের নামে দৌলতপুর থানায় এ মামলা দায়ের করা হয়। দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী মালিথাপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে আব্দুল মমিন (২৮) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারার পেনাল কোড ১৮৬০ অনুযায়ী বেআইনী জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিট ও হাড়ভাঙ্গা জখন, চুরি সহ ভয়ভীািত প্রদর্শন ও হুকুমদানের আপরাধ এবং ২৩৫০ টাকা চুরির অপরাধে এ মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছে- মকলেচুর রহমান মিন্টু. মো. মকলেচ, কদর আলী, নুর হোসেন, মাসুদ, রবি, ইলিয়াস হোসেন, সিরফান, রুবেল, আলামিন, রিমন, রতন আলী, বজলুর রহমান, লাবু হোসেন, মিঠু, সোহাগ আলী, বিল্লাল, আশিক, টুটুল, শিমুল, সুমন, জামিল মালিথা, জামাল মালিথা, উজ্জল প্রামানিক, মো. বাচ্চু,  হৃদয় আহমেদ, মো. নান্নু, মো. মাহফুজ, মো. শিমুল, মো. কালাম, মো. নান্নু ও তারাগুনিয়ার বিল্লাল চেয়ারম্যানের ছেলে মো. রকি সহ অজ্ঞাত ৭০/৮০ জন। দৌলতপুর থানায় দায়ের করা মামলার নথি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ৩০ আগষ্ট ঘটনার সূত্র ধরে গতকাল এ মামলা দায়ের হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com