দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৮০ জন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নামে মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দৌলতপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০/৮০ জনের নামে দৌলতপুর থানায় এ মামলা দায়ের করা হয়। দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের হরিনগাছী মালিথাপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে আব্দুল মমিন (২৮) বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(২)/১১৪ ধারার পেনাল কোড ১৮৬০ অনুযায়ী বেআইনী জনতাবদ্ধে হত্যার উদ্দেশ্যে মারপিট ও হাড়ভাঙ্গা জখন, চুরি সহ ভয়ভীািত প্রদর্শন ও হুকুমদানের আপরাধ এবং ২৩৫০ টাকা চুরির অপরাধে এ মামলা দায়ের করা হয়। মামলার আসামিদের মধ্যে রয়েছে- মকলেচুর রহমান মিন্টু. মো. মকলেচ, কদর আলী, নুর হোসেন, মাসুদ, রবি, ইলিয়াস হোসেন, সিরফান, রুবেল, আলামিন, রিমন, রতন আলী, বজলুর রহমান, লাবু হোসেন, মিঠু, সোহাগ আলী, বিল্লাল, আশিক, টুটুল, শিমুল, সুমন, জামিল মালিথা, জামাল মালিথা, উজ্জল প্রামানিক, মো. বাচ্চু, হৃদয় আহমেদ, মো. নান্নু, মো. মাহফুজ, মো. শিমুল, মো. কালাম, মো. নান্নু ও তারাগুনিয়ার বিল্লাল চেয়ারম্যানের ছেলে মো. রকি সহ অজ্ঞাত ৭০/৮০ জন। দৌলতপুর থানায় দায়ের করা মামলার নথি সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ৩০ আগষ্ট ঘটনার সূত্র ধরে গতকাল এ মামলা দায়ের হয়।