দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আফাজ উদ্দিন আহমেদের শরীরে করোনা উপসর্গ দেখা দেওয়ায় উন্নত চিকিৎসার জন্য করোনা আক্রান্ত স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় গিয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে তারাগুনিয়াস্থ নিজ বাসভবন থেকে এ্যাম্বুলেন্স যোগে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সহধর্মিনি মনোয়ারা বেগমকে নিয়ে ঢাকার উদ্দেশ্য রওয়ান হোন। এরআগে মঙ্গলবার রাতে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আফাজ উদ্দিন আহমেদের সহধর্মিনি মনোয়ারা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার আফাজ উদ্দিন আহমেদ করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাদের ঢাকায় নেওয়া হয়। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। করোনা নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত আফাজ উদ্দিন আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন কিনা তা জানা যায়নি। এদিকে আফাজ উদ্দিন আহমেদের অসুস্থতার খবর শুনে দলীয় নেতা-কর্মী ও শুভকাঙ্খীরা বাড়ির সামনে সমবেত হয়ে তাকে বিদায় জানান। এসময় তারা আফাজ উদ্দিন আহমেদ ও তার সহধর্মিনির সুস্থতা কামনা করে দোয়া করেন। দৌলতপুর আওয়ামী লীগের প্রবীন নেতা আফাজ উদ্দিন আহমেদ ও তার সহধর্মিনি মনোয়ারা বেগম ওরফে আলো’র সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দৌলতপুরসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।