শরীফুল ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল জব্বার মাদক বিরোধী জনসচেতনা মূলক পথসভা করেছেন। শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, মাদকাসক্তি ছোঁয়াচে রোগের মতো। পরিবারের উঠতি বয়সী সদস্যদের মধ্যে কেউ যেন মাদকের পথে পা বাড়াতে না পারে। মাদকের পথে পা বাড়ালে ব্যক্তি ও পরিবারে বিপর্যয় নেমে আসে। শুরু হয় সামাজিক অস্তিরতা। তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনার অংশ হিসেবে দৌলতপুরের হোগলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পথ সভার আয়োজন করা হয়। সে লক্ষ্যে দৌলতপুরের বিভিন্ন জায়গায় পথ সভায় উপস্থিত সকলে একাত্মতা ঘোষণা করেন। স্বাভাবিক জীবনে ফেরার জন্য ইতোমধ্য অনেকে সাড়া দিচ্ছেন। ব্যক্তিতভাবে অনেকে যোগাযোগ করছেন। অন্ধকার হতে আলোর পানে এ পরির্বতন দৌলপুর তথা সকলের জন্য স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে। তিনি আরো বলেন, আসুন সময় থাকতে সচেতন হই। যাতেকরে নতুন করে আর কেউ যেন ভয়াবহ মাদকের ছোবলে না পড়ে। ব্যক্তি আচরণ ও মূল্যবোধ অবক্ষয়ের এ কঠিন সময়ে আপনার, আমার সকলের প্রয়োজন মাদক হতে মুক্তির আহবানে এগিয়ে আসা। সকলের সম্মিলত প্রচেষ্টায় দূর হোক সকল অন্ধকার। উন্মুক্ত হোক চেতনার দুয়ার। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক ও উপ-পরিদর্শক সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।