শরীফুল ইসলাম ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সংকট দেখা দেয়ায় স্থানীয় এমপি এ্যাড. সরওয়ার জাহান বাদশাহ্ তৎক্ষনাত ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। পরবর্তীতে তিনি আরো অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় অক্সিজেন সিলিন্ডারগুলি এমপি’র পক্ষ থেকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিনের হাতে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া, দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আতিয়ার রহমান আতিক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ও দৌলতপুর যুবলীগ নেতা ওয়াসিম কবিরাজ। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে করোনা ওয়ার্ডে ১০জন রোগীর চিকিৎসা সেবার ব্যবস্থা থাকলেও বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ২০ জন রোগী ভর্তি রয়েছেন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সংকট দেখা দেয়ার বিষয়টি এমপি স্যারকে অবগত করলে তিনি তৎক্ষনাত ২০টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে দিয়েছেন। পরবর্তীতে তিনি আরো ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। অক্সিজেন সংকট অনেকটা দুর হয়েছে। তিনি আরো জানান, বর্তমানে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০জন করোনা রোগী ভর্তি আছেন। এনিয়ে দৌলতপুরে মোট ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন ১৯জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২১জন। উল্লেখ্য, গত ৩০ জুন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ করোনা আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply