দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন আল সালেহ্ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ। গতকাল বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের হাতে ২০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন আল সালেহ্ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ এর কো-অর্ডিনেটর হাজ্বী হুমায়ুন কবীর। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী বুঝে নেন। আল সালেহ লাইফ লাইন এন্টারপ্রাইজ বাংলাদেশ লিঃ কো-অর্ডিনেটর হাজ্বী হুমায়ুন কবীর বলেন, কুষ্টিয়া জেলার মধ্যে করোনা সংক্রমনের দিক দিয়ে দৌলতপুরের অবস্থা খুবই ভয়াবহ। অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, দৌলতপুর হাসপাতালে অক্সিজেন সংকট রয়েছে, এসব কথা ভেবেই মানুষকে বাঁচাতে আমি আমার কোম্পানির মাধ্যমে এই উদ্যোগ নিয়েছি। যেহেতু আমি দৌলতপুরের মানুষ, তাই এই দুঃসময়ে দৌলতপুরের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হিসেবে করোনা আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছি। এরপরেও অক্সিজেন সংকট দেখা দিলে তিনি আরো অক্সিজেন সিলিন্ডার দিবেন বলে প্রতিশ্র“তি দেন। উল্লে¬খ্য, গত সপ্তাহে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট দেখা দিলে তাৎক্ষনিকভাবে গত শনিবার স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্ ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।