দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী বর্ষা খাতুনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার হোসেনাবাদ গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তার অস্বাভাবিক মৃত্যু হয়। সে তছিরুল ইসলামের মেয়ে এবং দৌলতপুর কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। এদিকে বর্ষা’র অস্বাভাবিক ও অকাল মৃত্যুতে দৌলতপুর কলেজের অধ্যক্ষ মো. ছাদিকুজ্জামান খান সুমন সহ কলেজ পরিবার গভীরভাবে শোকাহত হয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এছাড়াও গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় দৌলতপুর কলেজ মিলনায়তনে প্রয়াত বর্ষা’র স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদের সভাপতিত্বে স্মরণ সভায় বর্ষার আত্মার শান্তি ও রুহের মাগফেরাত করে বক্তব্য রাখেন, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের প্রধান মো. ওহিদুল ইসলাম, একই বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আহাদ আলী নয়ন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফুল ইসলাম। আলোচনা শেষে ১ মিনিট নীরবতা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান মো. শহিদুল ইসলাম। এসময় দৌলতপুর কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page
Leave a Reply