দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী পালন করেছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেল সোয়া ৫টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৌলতপুর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক সরকার আমিরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরে দৌলতপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীত ও আবৃত্তি উপস্থিত সকলকে মুগ্ধ করে।
Leave a Reply