দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিভিন্ন প্রকার মাদকসহ আসাদুল ইসলাম (৩৪) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। শনিবার দুপুর ২.৩টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া বকচর মাঠ সীমান্তে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে ৫০বোতল ফেনসিডিল এবং ৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে। সে সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের ছালাম বিশ্বাসের ছেলে। বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ বিলগাথুয়া বিওপি’র টহল দল ১৫০/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন ২০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিলগাথুয়া বকচর মাঠ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার মাদকসহ মাদক পাচারকারী আসাদুল ইসলামকে আটক করে। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply