বিনোদন প্রতিবেদক ॥ বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। দেশ সেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে প্রায় ডজনখানেক সিনেমায় অভিনয় করেন। সম্প্রতি নিরব ও রোশানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। ‘চোখ’ সিনেমায় এই দুই নায়কের বিপরীতে দেখা যাবে তাকে। শুটিং শেষে এটি এখন মুক্তির অপেক্ষায়। আসিফ ইকবাল জুয়েল পরিচালিত এই সিনেমার টিজার প্রকাশিত হয়েছে। ১ মিনিট ২৭ সেকেন্ড দৈর্ঘ্েযর টিজারের শুরুতে নিরব বলেন, ‘চাচা তুমি কী ভূতে বিশ্বাস করো?’ ভৌতিক আবহে নিরবের এই সংলাপ দর্শক-শ্রোতাদের মনে বাড়তি কৌতূহল জাগিয়েছে। বলা যায়, পুরো টিজারেই থ্রিলার, সাসপেন্স আর টুইস্টে ভরপুর। ‘চোখ’ সিনেমায় ‘রাকেশ’ চরিত্রে নিরব, ‘জয়’ চরিত্রে রোশান আর বুবলীকে দেখা যাবে ‘রেজনি’ চরিত্রে। রোশান-বুবলীর রোমান্সের এক ঝলকও দেখা গেছে প্রকাশিত টিজারে। পাশাপাশি নিরবের চোখ নিয়ে তৈরি হয় দ্বিধা-দ্বন্দ্ব! চলতি বছরের শুরুর দিকে এ সিনেমার শুটিং শুরু হয়। টানা শুটিংয়ের মাধ্যমে দৃশ্যধারণের কাজ শেষ করেছেন নির্মাতা। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।
You cannot copy content of this page
Leave a Reply