ঢাকা অফিস ॥ দুর্নীতির দায়ে ১৫ মাসের সাজাপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাপুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এর আগে দক্ষিণ আফ্রিকার কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাভোগ করতে দেখা যায়নি। বুধবার মধ্যরাতে জ্যাকব জুমা কোয়া-জুলু নাটাল প্রদেশে নিজ বাসভবনের কাছে এক কারাগারে এ সাজা ভোগ করতে গিয়েছেন বলে তার ফাইন্ডেশন জানিয়েছে। আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমার ১৫ মাসের কারাদ- হয়। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতের দেওয়া ওই রায়ে জুমাকে স্বেচ্ছায় পুলিশে ধরা দিতে পাঁচ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর আগে বুধবার মধ্যরাতের মধ্যে ৭৯ বছর বয়সী জুমা আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে সকালেই সতর্ক করে পুলিশ। রোববার পুলিশের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে জুমাকে পরে সময়সীমা বেঁধে দেয়া হয়। এদিকে, জুমাকে গ্রেপ্তারের জন্য বুধবার সকাল থেকেই তাঁর বাসভবনের আশপাশে সশস্ত্র কর্মকর্তা ও আধাসামরিক বাহিনীর সদস্যসহ বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। এর মধ্যে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বাসভবনের ভেতরে জ্যাকব জুমার সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনাও করেন। এরপর মধ্যরাতের আল্টিমেটাম শেষ হওয়ার আগে একটি গাড়ি বহর দ্রুত জুমার বাসভবন ত্যাগ করতে দেখা যায়।