1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
শিরোনাম :
এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের স্বর্ণ নিউজিল্যান্ড সিরিজে ছিটকে গেলেন তাসকিন, তৃতীয় ওয়ানডের দলে খালেদ-আফিফ রাশিয়ায় শিশুরাও নিচ্ছে যুদ্ধের প্রস্তুতি আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস বিজয়ী হবে : রাহুল গান্ধী দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ৩৩ লাখ টাকা দান করলেন আমির খান বিনা চিকিৎসায় খালেদার মৃত্যু হলে পিঠের চামড়া থাকবে না : অলি বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম আওয়ামী লীগের মির্জা আব্বাসের হুঁশিয়ারি : খালেদা জিয়াকে ৩৬ ঘণ্টার মধ্যে বিদেশে না পাঠালে পরিণতি শুভ হবে না দেশের উন্নয়ন ও অর্জন তুলে ধরতে প্রবাসীদের প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হাসপাতালে ভর্তি ৩০৩৩ রোগী

ধোনিকে টপকে বিশ্বরেকর্ড গড়লেন স্টোকস

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

 

ক্রীড়া প্রতিবেদক ॥ তৃতীয় সারির দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছে ইংল্যান্ড। যার নেতৃত্বে আছেন তারকা অল-রাউন্ডার বেন স্টোকস। বৃহস্পতিবার কার্ডিফে প্রথম ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিতে নামার সঙ্গে সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকে টপকে তিনি এক বিরল বিশ্বরেকর্ড গড়েছেন। দলের বাকি ১০ ক্রিকেটারের মিলিত ম্যাচ সংখ্যা ও অধিনায়কের একার ম্যাচ সংখ্যার অনুপাতের নিরিখে স্টোকস ওয়ানডে ইতিহাসে এই রেকর্ড গড়েছেন। পাকিস্তান সিরিজের আগে বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় পুরো ইংল্যান্ড দলকে কোয়ারান্টিনে পাঠানো হয়। পরিবর্তে একেবারে নতুন ওয়ানডে স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড। সর্বশেষ ওয়ানডে দলের কেউ এই স্কোয়াডে ছিল না। একসঙ্গে একঝাঁক নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামতে হয় অস্থায়ী অধিনায়ক বেন স্টোকসকে। ম্যাচে ইংল্যান্ডের পাঁচ জন ক্রিকেটারের একসঙ্গে ওয়ানডে অভিষেক হয়। কার্ডিফে খেলতে নামার আগে অধিনায়ক বেন স্টোকস ৯৮টি ওয়ানডে খেলেছিলেন। দলের বাকি সব সদস্যের মিলিত ম্যাচ সংখ্যা ছিল ২৬। সুতরাং স্টোকস ও বাকি সকলের মিলিত ম্যাচ সংখ্যার অনুপাত ৩.৭৬৯। এ ক্ষেত্রে অধিনায়ক একাই বাকিদের থেকে প্রায় চার গুন বেশি ম্যাচ খেলেছেন। আগে এই রেকর্ড ছিল ধোনির। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিনি দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিলেন। সিরিজের প্রথম ম্যাচের আগে ধোনি ওয়ানডে খেলেছিলেন ২৭৫টি। দলের বাকি দশ জনের মিলিত ম্যাচ সংখ্যা ছিল ৭৩। সুতরাং অনুপাত ছিল ৩.৭৬৭।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com