ক্রীড়া প্রতিবেদক ॥ করিম বেনজিমার দুর্দান্ত গোলের পর লক্ষ্যভেদ করেন টনি ক্রুসও। আর তাতে লা লিগায় গত রোববার জিতেছে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো বিলবাওয়ের বিপক্ষে লস ব্লাংকোদের ২-০ গোলের জয়ের ম্যাচে নতুন মাইলফলক ছুঁয়েছেন করিম বেনজিমা। রিয়াল মাদ্রিদের জার্সিতে লা লিগায় এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ফরাসি এই স্ট্রাইকার। ম্যাচের ২৪ মিনিটে দুর্দান্ত গোলটি করেন বেনজিমা। দানি সেবাওয়োসের ক্রসে ডি-বক্সে মার্কো আসেনসিওর হেড পাসে শূন্যে থাকা বল বাঁ পায়ের জোরাল ভলিতে জালে পাঠান ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় বেনজিমার এটি ২২৮তম গোল। সেই সঙ্গে ছাড়িয়ে যান রিয়ালের সাবেক তারকা আলফ্রেড ডি স্টেফানোকে (২২৭ গোল) এবং পাশে বসেন ২২৮ গোল করা রাউল গঞ্জালেসের। রিয়ালের জার্সিতে সবচেয়ে বেশি গোল ক্রিস্তিয়ানো রোনালদোর (৩১১)। লা লিগার ইতিহাসে বেনজিমা এখন পঞ্চম সর্বোচ্চ গোলদাতা। তাঁর সামনে আছেন হুগো সানচেজ (২৩৪), তেলমো জারা (২৫২), ক্রিস্তিয়ানো রোনালদো (৩১১) এবং লিওনেল মেসি (৪৭৪)।
You cannot copy content of this page
Leave a Reply