উর্মিলা। বয়স-১৭ বছর। উচ্চতা: ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং-কালো বর্ণের, মুখমন্ডল: লম্বা আকৃতির, গড়ন: মিডিয়াম, পরনে ছিল : নীল রংয়ের সালোয়ার কামিজ। উর্মিলা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার গোপালপুর গ্রামের রমজান আলীর মেয়ে। সে কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকার কানিজ ফেরদৌস, স্বামী-আব্দুল্লাহ আল মামুনের বাসার গৃহকর্মী। গত ১৩ জুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সকলের অগচরে কাউকে কিছু না বলে চৌড়হাসের বাসা থেকে বেরিয়ে যায়। অদ্যাবধি নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে বাসার মালিক কানিজ ফেরদৌস কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছে যার নং-৯১৫, তাং-১৩/০৬/২২ ইং।
Leave a Reply