1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৫২ পূর্বাহ্ন

নিজেকে প্রমাণ করেছি : ডি মারিয়া

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৮৯ মোট ভিউ

ক্রীড়া প্রতিবেদক ॥ আর্জেন্টিনার পিএসজি তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া বলেছেন যে তিনি প্রমান করেছেন এখনো খেলার যোগ্যতা তার আছে। প্যারগুয়ের বিপক্ষে কোপা আমেরিকায় গ্রুপ পর্বে আর্জেন্টিনার জয়ে তারকা দ্যুতি ছড়িয়েছেন এই পিএসজি মিডফিল্ডার। ম্যাচটিতে অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে কোচিং স্টাফদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন ডি মারিয়া। তিনি ম্যাচের একমাত্র গোলটির যোগান দিয়েছেন। এর মাধ্যমে তিনি যে শুধু দলকে জিতিয়েছেন তা নয়, ম্যাচে মূল ভূমিকাটিও পালন করেছেন। খেলা শেষে আর্জেন্টিনা ভিত্তিক টিভিসি স্পোর্টসকে ডি মারিয়া বলেন, সেখানে নিজ দক্ষতার প্রতিফলন ঘটিয়েছেন তিনি। আর্জেন্টাইন এই সিনিয়র তারকা বলেন, ‘চিলির বিপক্ষে মাঠে নামার সুযোগ থাকা সত্বেও আমাকে সাইডলাইনে কাটাতে হয়েছে। প্রতিটি মুহূর্তে আমার খেলার সুযোগ আছে। আমি এর প্রমান দিয়েছি। প্রমান করেছি আমি যোগ্য। আজ আমি খেলার সুযোগ পেয়েছি। ফের যোগ্যতার প্রমান দিয়েছি। যদিও স্কোয়াডের ২৮ খেলোয়াড়ের সবারই এই সুযোগ থাকে।’ তিনি আরো বলেন, ‘যদি আমার পালা আসে তাহলে সেরাটা করার এবং দেবার চেস্টা করব। যদি সুযোগ না হয়, তাহলে বাইরে থেকেই দলকে সমর্থন দেব।’ প্যারাগুয়ের বিপক্ষে ডি মারিয়ার প্রথমার্ধের পারফর্মেন্সই দলীয় জয়ে মূল ভূমিকা রেখেছে। তার যোগানের বলটি দিয়ে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন আলেহান্দ্রো গোমেজ।  ডি মারিয়া বলেন, ‘আমি জানতাম, যত দ্রুত আমি তাকে বলটি দিতে পারব ততটা দ্রুত সে ফিনিশিং টানতে পারবে। সে এমন একজন স্ট্রাইকার যে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারদর্শী। আগেও আমি তা দেখেছি। সৃষ্টিকর্তার কৃপায় এটিও গোল হয়েছে।’ এই জয়ে কোপা আমেরিকার শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আগামী সপ্তাহে ‘এ’ গ্র“পে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়াকে হারাতে পারলে গ্রুপ সেরার আসন লাভ করবে আর্জেন্টিনা। যেখানে গুরুত্বপুর্ন ভুমিকা রাখার সুযোগ থাকছে ডি মারিয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Theme Customized By Uttoron Host

You cannot copy content of this page