বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন এক যুক্ত বিবৃতিতে কুষ্টিয়া সদর থানা বিএনপির আহŸায়ক বশিরুল আলম চাঁদ, কুষ্টিয়া জেলা যুবদলের সভাপতি আল আমিন রানা, সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, যুগ্ম সম্পাদক মাজেদুর রহমান মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল সহ ৩৪ জনের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং এই মিথ্যা মামলায় ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও শহর যুবদলের যুগ্ম আহŸায়ক শাহ শাহনেওয়াজ সুমন, আল মামুন, আব্দুর রশিদ ও সানজিদ খান সিয়াম কে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন বর্তমান ভোটবিহীন স্বৈরাচারী সরকার যখন জনগণের মৌলিক চাহিদা পুরনে ব্যর্থ, জনগণের যখন নাভিশ্বাস, জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস সংকটে দেশ প্রায় অচল, বিএনপির নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আন্দোলন তুঙ্গে তখন এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য এই মামলা দায়ের করা হয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, এভাবে মামলা নিপীড়ন নির্যাতন করে এই চলমান আন্দোলনকে কখনো দমন করা যায় না। নেতৃবৃন্দ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সকল নেতাকর্মীর নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply