ঢাকা অফিস ॥ নোয়াখালীর কবিরহাটের সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন ফারুককে একটি অটোরিকশা কিনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার ফারুকের কাছে ওই অটোরিকশা পৌঁছে দেন সরকারি কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন। আনোয়ার হোসেন ফারুক কবিরহাট উপজেলার পদুয়া গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে। মোহাম্মদ উল্যার চার ছেলে ও দুই মেয়ের মধ্যে ফারুক দ্বিতীয়। মা, স্ত্রী, চার কন্যাসন্তানের সংসারের দায়িত্ব ফারুকের কাঁধে। সংসার চালাতে নোয়াখালীর কবিরহাট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রলীগের দুঃসময়ের নেতা আনোয়ার হোসেন ফারুক এখন অর্থাভাবে রিকশা চালান। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে এলে প্রধানমন্ত্রীর নজরে আসে। তিনি ছাত্রলীগের সাবেক এই নেতাকে কাজে উৎসাহ দিতে অটোরিকশাটি উপহার দেন।
You cannot copy content of this page
Leave a Reply