দৌলতপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট পদ থেকে লেফটেন্যান্ট কমান্ডার পদে পদোন্নতি পেলেন কুষ্টিয়ার দৌলতপুরের সন্তান হুমায়ুনন কবীর (পল্টু)। বৃহস্পতিবার চট্টগ্রামের বিএনএস ঈসা খা ঘাঁটিতে কমচিট অফিসে লেফটেন্যান্ট কমান্ডারের ব্যাজ পরিয়ে দেন চট্টগ্রাম নৌ অঞ্চলের প্রধান রিয়ার এ্যাডমিরাল মামুন চৌধুরী। হুমায়ুনন কবীর (পল্টু) দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ইনসাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সাবেক কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য প্রয়াত মো. নাসির উদ্দিন মাস্টারের দ্বিতীয় ছেলে। মো. হুমায়ূন কবীর ২০১২ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন । পদোন্নতি পাওয়ায় তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। দৌলতপুর উপজেলা সমিতি ঢাকার কার্যকরী সদস্য হুমায়ুনন কবীর (পল্টু) কে দৌলতপুর উপজেলা সমিতি ঢাকার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।