ঢাকা অফিস ॥ বেলিজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ন্যাটো সম্মেলন। সোমবার সম্মেলনে অংশ নিতে ব্রাসেলসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রসহ ৩০টি সদস্য রাষ্ট্রের নেতারা। স্নায়ুযুদ্ধের পর এখন আবারও রাশিয়া-ন্যাটো সম্পর্কের অবনতি হয়েছে। সম্মেলনের শুরুতে এ মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। পাশাপাশি চীনকে কঠোর বার্তা দিতে ন্যাটো’র রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন জোটটির মহাসচিব। ন্যাটোর দেশগুলো চীনের সঙ্গে নতুন স্নায়ুযুদ্ধ বাধাতে চায় না, এ মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্যদিকে, রাশিয়ার বিরুদ্ধে বেলারুশকে দখলের অভিযোগ তুলেছে লিথুয়ানিয়া। এরইমধ্যে সিরিয়া ও লিবিয়া ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে এরদোয়ানের।
You cannot copy content of this page
Leave a Reply