1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

পদ্মা সেতুর দু’প্রান্তে হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

ঢাকা অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ও ঢাকা শহরের বর্ধিষ্ণুতা বিবেচনায় এর পার্শ্ববর্তী এলাকায় চারটি স্যাটেলাইট সিটি নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তাছাড়া পদ্মা বহুমুখী সেতুর উভয় প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, দেশের মেগাসিটিগুলোর আধুনিকায়ন ও পরিকল্পনা মাফিক বিনির্মাণের লক্ষ্যে বিভিন্ন মেয়াদের মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে। রাজউকের আওতায় ২০১৬-২০৩৫ সাল মেয়াদী ‘ডিটেইল্ড অ্যারিয়া প্ল্যান (ড্যাপ)’ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় ২০২০-২০৪১ সাল মেয়াদী ‘চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান’ প্রণয়নের কাজ চলমান রয়েছে। অন্যান্য বড় শহরগুলোর জন্যও অনুরূপ মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এগুলো বাস্তবায়িত হলে শহরে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, পয়ঃনিষ্কাশনের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, যানজট দূরীকরণ, পরিবেশ-প্রতিবেশের দূষণ কমানোসহ নাগরিক জীবনমানের উন্নতি ঘটবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com