ঢাকা অফিস ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নোতকর্মীরা রাজপথকে ভয় পায় না। মির্জা ফখরুল সাহেব আসুন, দেখে যান রাজপথ যুব মহিলা লীগের দখলে। মুখে আন্দোলনের ফেনা তোলা বিএনপি কোথায়? তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, শেখ হাসিনা সেই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়েছেন। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এরমধ্য দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে- দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশালীন ও কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে এ সমাবেশ করা হয়। জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র বিএনপি-জামায়াত অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা লাশ চায়। লাশের রাজনীতি করে, দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু যতই ষড়যন্ত্র করুন, কোনো লাভ নেই। নির্বাচন প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই। তিনি বলেন, ২০২২ সালে দাঁড়িয়ে বিএনপি-জামায়াত ’৭৫-এর স্বপ্ন দেখে। ’৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এ স্লোগান দিয়ে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। মনে রাখবেন, মির্জা ফখরুল সাহেব বাংলাদেশে আর কোনো দিন ’৭৫ ঘটতে দেওয়া হবে না। মির্জা ফখরুলের উদ্দেশ্য নানক বলেন, আপনারা কোন পথে হাঁটবেন, সেই সিদ্ধান্ত আপনাদের। ষড়যন্ত্রের পথে হাঁটবেন নাকি গণতন্ত্রের পথে হাঁটবেন। গণতন্ত্রের পথে হাঁটলে নির্বাচন কমিশনকে মানতে হবে। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। নির্বাচনকে ব্যর্থ করার, প্রতিহত করার ক্ষমতা আপনাদের নেই। নানক আরও বলেন, আজকে খালেদা জিয়া দ-প্রাপ্ত আসামি। কারাগার থেকে তাকে বাড়িতে এনে রেখেছেন, চিকিৎসা দিচ্ছেন। তারেক রহমান দ-প্রাপ্ত আসামি। দেশের টাকা লুট করে তিনি লন্ডনের অট্টালিকায় থাকছেন। সেখান থেকে লাদেনের ভূমিকা পালন করে কোনো লাভ হবে না। তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে যে ষড়যন্ত্র হয়েছিল, শেখ হাসিনা সেই ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিয়েছেন। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এরমধ্য দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথকে ভয় পায় না। এ দল রাজপথের দল। ফখরুল সাহেব আসুন, দেখে যান, রাজপথ আজ যুব মহিলা লীগের দখলে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, তারা (বিএনপি-জামায়তা) আবারও আগুন সন্ত্রাসের মতো পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগ গণমানুষের দল, এ দেশের আপামর জনতার দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছেন, থাকবেন। সন্ত্রাসীরা যদি বিএনপি-জামায়াতের নেতৃত্বে আবারও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করে, জনগণকে সঙ্গে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। তথ্যমন্ত্রী বলেন, আজকে যখন নিজস্ব টাকায় পদ্মা সেতু হয়ে গেছে, তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপারসন পলাতক। এমন অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের মাথা খারাপ হয়ে গেছে। তাদের লজ্জায় মাথা হেট হয়ে গেছে। এজন্য তারা দেশে ভিন্ন পরিস্থিতির সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আজকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মানুষের মনে আনন্দ বিরাজ করছে, সেটিকে তারা নষ্ট করতে চান। যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ যুব মহিলা লীগের নেত্রীরা।
Leave a Reply