ঢাকা অফিস ॥ দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২১ জুলাই, বুধবার। জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ কথা জানায়। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪২ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান। বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাভাইরাসের অতি বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যে চলতি বছর মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসবের একটি কোরবানি ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত ১৪ মে রোজার ঈদ হিসবে পরিচিত ঈদুল ফিতর উদযাপন করা হয়। তখনও দেশে সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের লকডাউন চলছিল। রোজার ঈদের পরের দুই মাসে দেশে ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। টানা ১৪ দিনের চলমান কঠোর লকডাউনে এখন জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যেতে মানা।