ঢাকা অফি ॥ কানাডায় আরও একটি পরিত্যক্ত আবাসিক স্কুলের কাছে ১৮২ জনের দেহাবশেষ পাওয়া গেছে। ব্রিটিশ কলম্বিয়ার ক্র্যানব্রুক শহরের কাছে ১৮২ জনের দেহাবশেষ পাওয়ার খবর জানিয়েছে এক আদিবাসী গোষ্ঠী। তবে দেহাবশেষগুলো স্কুলটির শিক্ষার্থীদের কিনা তা এখনো জানা যায়নি। এর মধ্যে কিছু কবর মাত্র তিন-চার ফুট গভীরে ছিল। এ নিয়ে দেশজুড়ে অচিহ্নিত কবরের সংখ্যা আরো বাড়লো। আদিবাসী নেতারা জানান, তদন্ত চলার কারণে এ ধরনের আরো কবর পাওয়ার আশঙ্কা রয়েছে। ১৯১২ থেকে ১৯৭০ পর্যন্ত ক্যাথলিক চার্চ সেন্ট ইউজিন্স মিশন রেসিডেন্সিয়াল স্কুলটি পরিচালনা করে। কানাডিয়ান সরকারের অর্থায়নে চলা ১৩০টি বোর্ডিং স্কুলের এটি ছিল একটি।
You cannot copy content of this page
Leave a Reply