1. andolonerbazar@gmail.com : AndolonerBazar :

পরীমনি স্ট্রাগল করা মেয়ে : তসলিমা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১

 

বিনোদন প্রতিবেদক ॥ পরীমনির বোট ক্লাব কান্ড নিয়ে এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে চর্চা চলছে। ইতিবাচক-নেতিবাচক দু’ধরনের মন্তব্যই কপালে জুটেছে ঢাকাই চলচ্চিত্রের হার্টথ্রব এই নায়িকার। এবার তাকে ‘স্ট্রাগল করা মেয়ে’ উল্লেখ করে স্ট্যাটাস দিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে বিষয়টি নিয়ে সরব হন এই লেখিকা। তিনি লিখেছেন: ‘শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমণির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনও মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে। আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে।’ ‘বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমণির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে।’ উল্লেখ করে তসলিমা লিখেছেন: ‘কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই একেকটা মাইলফলক।’ গত ৮ জুন পরীমনি ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগ করেন। ১৪ জুন তিনি সাভার থানায় মামলা করেন। সেদিনই প্রধান অভিযুক্ত নাসির, তুহিনসহ পাঁচজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির ইউ মাহমুদ জামিনে রয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর
© All rights reserved ©2021  Daily Andoloner Bazar
Site Customized By NewsTech.Com